[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ক্লাস-পরীক্ষার মাঝে কলেজে গিয়ে নির্বাচনের যাত্রা শুরুর ঘোষণা বিএনপির প্রার্থীর

প্রকাশঃ
অ+ অ-
বড়াইগ্রাম সরকারি কলেজের একটি কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আজিজ ক্লাস-পরীক্ষার সময় বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে ‘নির্বাচনের যাত্রা শুরু’ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কলেজের অধ্যক্ষ কক্ষে শিক্ষকদের সঙ্গে এবং সেমিনার কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

তবে কলেজে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এ ঘটনায় একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল হাকিম নিন্দা জানিয়েছেন।

কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ কলেজে প্রবেশ করেন। তখন কলেজে দ্বাদশ শ্রেণির তথ্যপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারিক পরীক্ষা ও অন্যান্য ক্লাস চলছিল। কলেজে এসে অধ্যক্ষ আবদুল্লাহ আল হেলাল বাকীর কক্ষে যান আবদুল আজিজ। সেখানে তাঁকে স্বাগত জানিয়ে একটি চেয়ারে বসান অধ্যক্ষ। তিনি শিক্ষকদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং পরে সেমিনার কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। প্রায় এক ঘণ্টা পর তিনি কলেজ ত্যাগ করেন।

শিক্ষার্থী ইদুল প্রামাণিক জানান, তাঁদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা চলছিল। দুপুরে এমপি প্রার্থী আবদুল আজিজ কলেজে এসেছিলেন এবং শতাধিক শিক্ষার্থীর সামনে সভা করেন। সভায় তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেন এবং সঠিকভাবে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী আবদুল আজিজ বলেন, ‘আমার দুজন আত্মীয় ওই কলেজে চাকরি করেন। তাঁদের সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলাম।’ শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করার বিষয়টি তিনি অস্বীকার করেন। কলেজে যাওয়ায় ক্লাস বা পরীক্ষায় বিঘ্ন ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বেশিক্ষণ ছিলাম না।’

অধ্যক্ষের পাশে বসে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম সরকারি কলেজে | ছবি: পদ্মা ট্রিবিউন

তবে বিএনপি নেতা আবদুল আজিজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার একটি ভিডিও পদ্মা ট্রিবিউনের হাতে এসেছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তাঁদেরও অনেক দাবি আছে। ছাত্ররা জানিয়েছে, বিল্ডিং ক্ষতিগ্রস্ত, ছাত্রদের থাকার জায়গা নেই, ক্যাম্পাসে নানা ঘাটতি আছে। আজ আমি আমার নির্বাচনের প্রথম যাত্রা এই কলেজ থেকে শুরু করেছি। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, এমপি ডিক্লারেশনের পরের দিন তোমাদের সঙ্গে দেখা করব।’

এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী আবদুল হাকিম বলেন, ‘আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি। আমি আশঙ্কা করছি, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে এই কলেজের শিক্ষকেরা হয়তো নিরপেক্ষ থাকতে পারবেন না। এজন্য নির্বাচন কমিশনে আবেদন দেব। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক।’

কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল হেলাল বাকী বলেন, ‘বিএনপি প্রার্থী হঠাৎ আমাদের কলেজে এসেছিলেন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করতে। মতবিনিময় শেষে তিনি চলে যান।’ সভায় আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন কিছু হয়নি। শুধু কুশল বিনিময় হয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কুশল বিনিময় ছাড়া অন্য কোনো আলাপ হয়নি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন