[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৩ জেলে, তারপর...

প্রকাশঃ
অ+ অ-
নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উদ্ধার হওয়া জেলেরা। শনিবার রাতে | ছবি: নৌবাহিনীর সৌজন্যে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায় এক মাছ ধরার নৌযানের। সাগরে ভাসতে ভাসতে তিন দিন কাটিয়ে দিয়েছেন নৌযানে থাকা ১৩ জন জেলে। শেষ পর্যন্ত নৌবাহিনী তাঁদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে সাগর থেকে জেলেদের উদ্ধার করা হয়।

আজ রোববার নৌবাহিনীর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিন বিকল নৌযানটিতে থাকা জেলেরা গতকাল সন্ধ্যায় সাগরে নৌবাহিনীর জাহাজ দেখতে পান। জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য তারা আলো ও হাতের সংকেত দেখান। এরপর সাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ নৌযানের দিকে ছুটে যায়। পরে জেলেরা এবং ট্রলার উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার থেকে নৌযানটি ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসছিল। জেলেদের নিরাপদে তীরে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। এরপর জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নৌযান মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন