[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দল-প্রার্থীর জন্য আচরণবিধি ঠিক করে দিল ইসি, পোস্টার ব্যবহার করতে পারবেন না

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচন কমিশন ভবন | ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এই বিধান অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকবে না।

সোমবার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কী করতে পারবেন এবং কী করতে পারবেন না। সংশোধিত বিধিমালায় অনলাইনে ভোটের প্রচারের বিষয়েও নির্দেশনা রয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হবে। এছাড়া দলের জন্যও দেড় লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসির রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন