[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোর আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়, সভাপতি সাবেরুল-সম্পাদক গফুর

প্রকাশঃ
অ+ অ-
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি পদে বিজয়ী সৈয়দ সাবেরুল হক ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী এম এ গফুর | ছবি: পদ্মা ট্রিবিউন 

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একচেটিয়া জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে তারা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদ জিতেছে। বাকি দুটি পদে জিতেছেন জামায়াত–সমর্থিত ল ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা। ভোট গণনা শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতি হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম এ গফুর। বিএনপি–সমর্থিত ফোরামের অন্য বিজয়ীরা হলেন সহসভাপতির দুই পদে গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক নূর আলম, সহকারী সম্পাদক সেলিম রেজা ও আশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান। কার্যকরী সদস্যের পাঁচটি পদে তিনটিতে বিএনপি ও দুটিতে জামায়াত–সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি–সমর্থিতরা হয়েছেন রেহেনা খাতুন, মঞ্জুরুল মাহমুদ ও মৌলুদা পারভীন। এ ছাড়া সদস্যপদে জয়ী হয়েছেন জামায়াত–সমর্থিত শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিতেও এবার তারা কোনো প্যানেল দেয়নি। এমনকি আওয়ামী লীগ–সমর্থিত ভোটাররাও নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন না। তারা অনেকটা নীরবে বিএনপি–সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন। ভোট গ্রহণের দুই দিন আগে বাম গণতান্ত্রিক আইনজীবী ফোরামের দুজন প্রার্থীকে যুক্ত করে পূর্ণ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপি–সমর্থিত প্যানেল বামপন্থী আইনজীবীদের নিয়ে শক্তিশালী ফোরাম গড়ে তুললেও জামায়াত–সমর্থিত প্যানেলও বসে থাকেনি। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আবু মোর্তজাকে (ছোট) সাধারণ সম্পাদক প্রার্থী করে গঠন করে লতিফ-ছোট ঐক্য পরিষদ।

নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে বিএনপি–সমর্থিত সাবু-গফুর ঐক্য প্যানেলের ১৩ প্রার্থী, জামায়াত–সমর্থিত লতিফ-ছোট ঐক্য পরিষদের ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাজী রেফাত রেজওয়ান।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন