[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশঃ
অ+ অ-
পিটিয়ে হত্যা | প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফজল করিম (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার জলদি ৫ নম্বর ওয়ার্ডের ফাতেমা বাপের ছেলে মফজল আহমদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ভোরে পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা এলাকায় একটি বাড়িতে গরুচোর হানা দেয়। চোরদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে এবং একজনকে পেয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই ফজল করিম মারা যান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং রাতে তাঁর পরিচয় শনাক্ত করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এভাবে আইন হাতে তুলে পিটিয়ে মানুষ মারা অন্যায়, আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন