বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
| বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের পর সিলেট, ফরিদপুর ও কুড়িগ্রামে সংগঠনটির তিন নেতা পদত্যাগ করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সদস্যসচিব হাফিজুল ইসলাম, ফরিদপুর জেলার মুখপাত্র কাজী জেবা তাহসিন এবং কুড়িগ্রাম জেলার মুখ্য সংগঠক সাদিকুর রহমান নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তারা গত রোববার রাতে পৃথকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।
শাবিপ্রবি শাখার হাফিজুল ইসলাম একটি চিঠিতে লিখেছেন, ‘আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমি একনিষ্ঠভাবে কাজ করেছি। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে, আগের লক্ষ্য ধরে রাখার পাশাপাশি আগামী দিনের লক্ষ্য কী হবে—এটি স্পষ্ট নয়। যে লক্ষ্য নিয়ে কমিটিগুলো গঠিত হয়েছিল, তা পূরণে তারা ব্যর্থ হয়েছে।’
শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ফরিদপুর জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘পদ থেকে সরে গেলেও আন্দোলনের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। হয়তো ভিন্ন ভূমিকায় থাকব, তবে একই লক্ষ্য নিয়ে, বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।’
জেবা তাহসিন বলেন, ‘আমরা আশা করেছিলাম নতুন কিছু হবে, দুর্নীতি-অনিয়ম থাকবে না, অফিসে সেবা প্রদানে স্বচ্ছতা থাকবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং পুরনো কমিটিগুলো পুনঃস্থাপিত হয়েছে। এতে চাঁদাবাজি কমবে না, বরং বাড়বে। তাই আমি এই কমিটির সঙ্গে যুক্ত থাকার কোনো উৎসাহ পাইনি।’
কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক সাদিকুর রহমানও ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, ছয় মাস মেয়াদের এই কমিটি অনেক আগে কার্যত বিলুপ্ত হয়ে গেছে। জেলা কমিটির অনেক সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। পূর্বে অরাজনৈতিক ছিলেন যারা, তাদের একটি বড় অংশ এখন ছাত্রশক্তির সঙ্গে কাজ করছেন। অন্যদিকে বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধীর সদস্যরা ছাত্রদল, গণঅধিকার পরিষদ বা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর গত ২৭ জুলাই দেশের সব কমিটি স্থগিত করা হয়েছিল।
Comments
Comments