[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

প্রকাশঃ
অ+ অ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে | ছবি: পদ্মা ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। একই দিন একটি ছাত্রী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নির্বাচনের আচরণবিধি ৫ নভেম্বর প্রকাশ হবে। খসড়া ভোটার তালিকা ৬ নভেম্বর প্রকাশিত হবে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ সময় ৯ নভেম্বর এবং আপত্তি নিষ্পত্তি হবে ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

মনোনয়নপত্র বিতরণ হবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হলে ফলাফল গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২২–২৩ ডিসেম্বর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন