ফরিদপুরে ৩২টি পেট্রলবোমা উদ্ধার
![]() |
| ফরিদপুরে মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি রুখতে নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে পুলিশ জানায়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে কিছু ককটেল, পেট্রলবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছিল। ওই সময় তিনজনকে আটক করা হয়।
ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি ফেলে পালিয়ে যায়। পরে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের লাগেজটি উদ্ধার করা হয়। সেটি খুলে ভেতরে ৩২টি পেট্রলবোমা পাওয়া যায়। কাচের বোতলের মধ্যে পেট্রল ভরে এগুলো তৈরি করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, 'ঘটনার সময় কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন