[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

প্রকাশঃ
অ+ অ-
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া | ছবি: কোলাজ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র এগিয়ে নেওয়ার এই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাই।’

খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো জটিলতা। পরিস্থিতি এমন—একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি রোগের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এমন অবস্থায় গতকাল শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতাদের ভাষ্য, গত দুই দিনে তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকেরা বলছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সম্ভব হলে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল তাঁর আরোগ্য কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি।

খালেদা জিয়ার প্রতি সবার দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন