হাতে গোনা কয়েকজনের মানববন্ধনে রাজু ভাস্কর্যের সামনে জিম্মি জনগণ
| রাজু ভাস্কর্য চত্বরে একদল চাকরিপ্রত্যাশী সড়ক অবরোধ করে আন্দোলন করছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে মাত্র ২০-২৫ জনের মানববন্ধনের কারণে বৃষ্টিতে ভেজা শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা কষ্টে পড়েছেন। একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে ভাস্কর্যের চারপাশে সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষ আটকে গেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজু ভাস্কর্য চত্বরে মানবপ্রাচীর গড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায় একদল চাকরিপ্রত্যাশীকে। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘২৪ বিধি সংশোধন করো, নিয়োগ বাণিজ্য বন্ধ করো’। নিচে লেখা ছিল-‘৪৩ নন-ক্যাডার’।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২০-২৫ জন আন্দোলনকারী ভাস্কর্যের চারপাশে অবস্থান নিলে রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন আটকে যায়। প্রবল বৃষ্টিতে আটকে পড়া মানুষ ভিজে একাকার হয়ে যান। কোনো আশ্রয় না পেয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অবরোধের কারণে সিটি করপোরেশনের বৈদ্যুতিক লাইন মেরামতের একটি বড় গাড়িও আটকে দেখা যায়।
রিকশাচালক কামাল উদ্দিন বলেন, 'এই বৃষ্টি মাথায় নিয়ে রাতে আবার আন্দোলন! লোকজন মাত্র ২০-২৫, তবু শত মানুষ কষ্টে পড়েছে।'
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, 'চাকরির কিছু দাবি নিয়ে কয়েকজন ভাস্কর্য এলাকায় সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেছিল। তবে তারা ইতিমধ্যেই সড়ক ছাড়েছে।'
একটি মন্তব্য পোস্ট করুন