[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৯ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি

প্রকাশঃ
অ+ অ-
জনপ্রশাসন মন্ত্রণালয়
 
সরকার ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিদের দায়িত্ব বদলে তাঁদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। ওই জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
 
নতুন দায়িত্ব পাওয়া ৭ জন অনেক আগেই যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়। তিনটি আলাদা প্রজ্ঞাপনে ৯ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়।

এর মধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৭ জন ডিসির মধ্যে হবিগঞ্জের ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। 
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন