 |
| রাজধানীতে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ ও কার্টন জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও আগুন লাগায়।
 |
| আওয়ামী লীগ কার্যালয়ের সামনে র্যাব মোতায়েন করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সূত্র জানায়, আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণে আজ ভোর থেকেই গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা সেখানে অবস্থানরত দুইজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে পিটিয়ে পুলিশে হস্তান্তর করে। অভিযোগ, এই দুইজন নাশকতার জন্য সেখানে অবস্থান করছিল।
এরপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চসহ অন্যান্য দলের নেতাকর্মীরা কার্যালয়ের ওপর উঠেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা কার্যালয় ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে আনে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগানো হয়। আগস্ট মাসজুড়ে এখানে লুটপাট চলে। শুধু এই ভবন নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালানো হয় এবং মালামাল লুট হয়। তখন থেকে এই তিনটি ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
 |
| আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়। আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 |
| কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
একটি মন্তব্য পোস্ট করুন