ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
![]() |
| ডেঙ্গু | প্রতীকী ছবি |
শেষ অক্টোবরের বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, এমন আশঙ্কা আগেই জানিয়েছিলেন জনস্বাস্থ্যবিদেরা। অক্টোবরের বৃষ্টি থেমে না গিয়ে নভেম্বরের প্রথম দিন, গতকাল শনিবারও হয়েছে। আর আজ রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ২৬ অক্টোবর এক দিনে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩। আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৬৭৫ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ সিটিতে তিনজন, উত্তর সিটি ও রাজশাহী বিভাগের হাসপাতালে একজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে—২৬১ জন। এরপর রয়েছে দক্ষিণ সিটিতে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, খুলনায় ১৫৪ জন, চট্টগ্রামে ১০৮ জন, ঢাকা বিভাগের (সিটির বাইরে) ৭৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ৯৮ জন এবং সিলেটে ৮ জন।
অক্টোবর মাসে দেশে ডেঙ্গুতে সর্বাধিক সংক্রমণ ও মৃত্যু রেকর্ড হয়েছে। গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ২২ হাজার ৫২০ জন এবং মারা যান ৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই এ বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০০০ সালে ঢাকায় প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হন, মারা যান ৯৩ জন। সাধারণ মানুষের কাছে ঘটনাটি তখন একেবারেই নতুন ছিল। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যান ২০২৩ সালে—সে বছর আক্রান্ত হন ৩ লাখের বেশি মানুষ, মারা যান ১ হাজার ৭০৫ জন।

একটি মন্তব্য পোস্ট করুন