[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার ফেসবুকে ভিডিও পোস্ট

প্রকাশঃ
অ+ অ-
গভীর রাতে বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল রাতে জেলা সার্কিট হাউস মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত একটার দিকে জেলার সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে স্থাপিত ওই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগে পড়েছেন।

এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা শাখার সভাপতি রেজাউল কবির গতকাল গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়াসহ বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের একাধিক ভিডিও পোস্ট করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন নিক্ষেপ করছেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন ধরে যায়।

আজ সকাল সাড়ে নয়টার দিকে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে দেখা যায়, সেখানে আগুন দেওয়ার চিহ্ন রয়েছে। স্তম্ভটি স্টিলের কাঠামোয় নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে পূর্ব পাশের নিচের দিকে একটি অংশ আগুনের তাপে কালচে হয়ে গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বরগুনা সদর উপজেলার বরগুনা–নিশানবাড়িয়া সড়কের হেউলিবুনিয়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়া হয়।

এসব বিষয়ে জানতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, সদর থানা এলাকায় দুটি স্থানে গতকাল রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাদের ভিডিওতে আগুন ও অবরোধ চেষ্টার দৃশ্য
বরগুনার বেতাগী উপজেলার বরগুনা–বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কসহ অন্তত তিনটি স্থানে গতকাল গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে এসব ঘটনা ঘটিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব কর্মকাণ্ডের পর কিছুক্ষণ অবস্থান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত সিকদার গতকাল নিজের ফেসবুক আইডিতে অবরোধ চেষ্টার কয়েকটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, কাঠে পেট্রল ঢেলে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে ভিডিওতে কাউকে দেখা যায়নি।

বেতাগী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বেতাগীতে গতকাল কোনো আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। আমরা সারা রাত পাহারায় ছিলাম।’

অন্যদিকে, লকডাউনের সমর্থনে আমতলী পৌর শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে—এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন বরগুনা জেলা শাখার ছাত্রলীগ সভাপতি।

এ বিষয়ে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘আমতলীতে কোথাও আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে পোস্টার লাগানোর কথা শুনেছি।’ 

বরগুনা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কপথের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

বাস চলাচল বন্ধ
আজ বৃহস্পতিবার সকাল থেকে বরগুনা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বাস মালিক সমিতির নেতারা বলছেন, যাত্রী না থাকায় তাঁরা বাস বন্ধ রেখেছেন।

বাস টার্মিনালে কথা হয় মাসুম নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বাস টার্মিনালে এসে দেখি, সব বাস বন্ধ। বিষয়টা আগেই জানানো হলে সময় আর টাকা দুটোই বাঁচত।’

বরগুনা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক শিকদার বলেন, ‘লকডাউনের কারণে আমরা বাস বন্ধ করিনি। মানুষ যাতায়াত করতে ভয় পাচ্ছেন। তাই যাত্রী না থাকায় সব বাসের চলাচল বন্ধ রাখা হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন