[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিবন্ধন না পেয়ে ইসির সমানে অনশনে আমজনতার তারেক

প্রকাশঃ
অ+ অ-
নিবন্ধন না হওয়ায় নির্বাচন কমিশনের সামনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নিবন্ধন না পাওয়ায় দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে ‘আমরণ’ অনশনের ডাক দিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার পর তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশনে বসেন। তার হাতে ছিল ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকাড।

তারেক রহমান বলেন, ‘'আমাদের দল নিবন্ধন না হওয়ায় এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাবো নাকি করবো জানি না, মাথা ঠিক কাজ করছে না। ইসি কী চায়, আমরা বুঝি না। ওদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে, ‘সাব, নিবন্ধন নিয়ে কোনো কথা বলবেন না।’

তিনি আরও বলেন, ‘'আমাদের দেওয়া শর্তগুলো আমরা চেষ্টা করে পূরণ করেছি। কিন্তু আমরা ছোট দল, এত টাকা কোথা থেকে পাবো? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর ঠিক হচ্ছে না ওদের। তাই রিজেক্ট করেছে।’

তারেক বলেন, ‘আজ ইসি তিনটি দলের নিবন্ধন চূড়ান্ত করেছে। ডেসটিনি কবে থেকে রাজনীতি করছে, বলেন? জেল থেকে আসার পর আবার যেন জেলে যেতে না হয়, তাই দল খুলেছে। তাদের নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতি করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নেই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে—এটাই এদের মান। এমএলএম ব্যবসায়ীদের সঙ্গে ওদের যোগসাজশ।’

অনশনে কতদিন থাকবেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে আছি। আর কোনও পদক্ষেপ নেই। যতক্ষণ সমাধান হবে না, ততক্ষণ অনশনে থাকব। যতক্ষণ দম আছে।’

সরেজমিনে প্রথম ধাপে ৭টি দল বাদ পড়ে। এরপর ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত হয়। এতে নিবন্ধন অযোগ্য হয় ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিবি (এম), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি এবং জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।

বাকি দলগুলোর মাঠ পর্যায়ের কার্যালয়, কমিটি ও অন্যান্য শর্তগুলো যাচাই করা হয়। এর মধ্যে ১১ দল শেষ পর্যন্ত বাদ পড়ে। তারা হল—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।

একটির নিবন্ধন আদালতের অপেক্ষায় রয়েছে, আর বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দিয়েছে, যার আদেশের কপি ইসির হাতে আসার অপেক্ষায়।

এক মাস ধরে দুই দফা পুনঃতদন্তের পর নিবন্ধন শর্ত পূরণ করায় মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

দাবি-আপত্তি শেষে মধ্য নভেম্বরের মধ্যে এই নিবন্ধন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন