ব্রাজিলের হয়ে বছরের শেষ ম্যাচও খেলা হবে না নেইমারের
![]() |
| ব্রাজিল তারকা নেইমার | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
প্রতিযোগিতামূলক ফুটবল থেকে এখনো একেবারে দূরে যাননি নেইমার। গত শনিবার তিনি সান্তোসের হয়ে ফোর্তালেজার বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি ‘আ’–তে খেলেছেন। যদিও মূল একাদশে ছিলেন না, বদলি হিসেবে ২২ মিনিট মাঠে ছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর জন্য এখনো দরজা খুলছে না।
এই মাসে তিউনিসিয়া ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য গত রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাতে জায়গা হয়নি নেইমারের। দলে আছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা—ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদের মিলিতাও। আক্রমণভাগে থাকবেন ভিনি ও রদ্রিগো, রক্ষণভাগে মিলিতাও।
কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে তিন গোলরক্ষক—বেন্তো, এদেরসন ও হুগো সুজা। রক্ষণভাগে মার্কিনিওসসহ আছেন ১০ ফুটবলার। মাঝমাঠে কাসেমিরো ও লুকাস পাকেতার সঙ্গে আছেন আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস ও ফ্যাবিনিও। আক্রমণভাগে ভিনি–রদ্রিগোসহ আছেন আরও আট ফুটবলার।
তিউনিসিয়া ও সেনেগাল ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরছেন ফ্যাবিনিও ও রকি। ফ্যাবিনিও সর্বশেষ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে। রকির অভিষেক হয় ২০২৩ সালের মার্চে মরক্কোর বিপক্ষে, এরপর আর সুযোগ পাননি। অন্যদিকে চোটের কারণে তিউনিসিয়া–সেনেগাল ম্যাচের দলে জায়গা হয়নি ফরোয়ার্ড রাফিনিয়া ও গোলরক্ষক অ্যালিসনের।
মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর চারবার দল ঘোষণা করেছেন আনচেলত্তি, কিন্তু কোনোবারই নেইমারের নাম নেই। আন্তর্জাতিক ফুটবলে তাঁর সর্বশেষ ম্যাচ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটি ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার, ৫৯ ম্যাচে অ্যাসিস্টও করেছেন। গোলের দিক থেকে তাঁর পরেই আছেন কিংবদন্তি পেলে, যিনি ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ১৮ ম্যাচে জিতেছে ৮টিতে, ড্র করেছে ৪টি, হেরেছে ৬টি। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে দলটি। এখন প্রীতি ম্যাচগুলো দিয়ে নিজেদের প্রস্তুত করছে তারা। আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রাত ১০টায় মুখোমুখি হবে ব্রাজিল–সেনেগাল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলের ডেকাথলন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
তিউনিসিয়া–সেনেগাল ম্যাচের জন্য ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এদেরসন (ফেনারবাচে), হুগো সুজা (করিন্থিয়ানস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), কাইয়ো হেনরিক (মোনাকো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালিস (আর্সেনাল), লুসিয়ানো জুবা (বাহিয়া), মার্কিনিওস, পাওলো হেনরিক, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনিও (আল ইত্তিহাদ), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান (চেলসি), হোয়াও পেদ্রো (চেলসি), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথুস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রকি (পালমেইরাস)

একটি মন্তব্য পোস্ট করুন