[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
পাঁচ ব্যাংকের লোগো | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায়।

দেশের দুইটি স্টক এক্সচেঞ্জে আজ সকালে লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীদের এ তথ্য দেওয়া হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

গতকাল বুধবার এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শেয়ারগুলোর মূল্য শূন্য ঘোষণা করেন। তিনি বলেন, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতিতে শেয়ারধারীরা কোনো অর্থ পাবেন না।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পর গতকাল বিকেল থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে থাকে। আজ লেনদেন শুরুর আগে বিএসইসি এ ব্যাংক পাঁচটির লেনদেন স্থগিত করার তথ্য প্রকাশ করে। তবে শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্ত গ্রহণে বিএসইসি বেশ দেরি করেছে, ফলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংশ্লিষ্টরা আরও জানান, যখন সরকারের পক্ষ থেকে এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সময়ই যদি বিএসইসি লেনদেন স্থগিত করত, তাহলে নতুন কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতো না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন