বিক্ষোভের পর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত
![]() |
| মাদারীপুর–১ আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামানের নাম ঘোষণা করেছিল বিএনপি | ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সোমবার ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেও, তার এক দিন পর মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। অনিবার্য কারণবশত মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত রাখা হলো।’
গতকাল সন্ধ্যায় মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর-১ আসনের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এই ঘটনার এক দিন পরই ওই আসনের মনোনয়ন স্থগিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন