ফেনী-৩: নির্বাচনী প্রচারণা স্থগিত করে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন বিএনপি প্রার্থী
![]() |
| বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু । আজ দুপুরে সোনাগাজীতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমাদের দলের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে রাজনীতি বা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তাঁর সুস্থতা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তিগত ও দলের সব ধরনের প্রচারণা স্থগিত ঘোষণা করছি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাই।’
আজ শনিবার বাদ জোহর সোনাগাজী উপজেলার বড় মসজিদে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলের আগে আবদুল আউয়াল মিন্টু এ মন্তব্য করেন। পরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি মোনাজাতে অংশ নেন।
দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তাঁর নির্বাচনী ও অন্যান্য সব ধরনের প্রচারণা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন।
দোয়া মাহফিলে আবদুল আউয়াল মিন্টু ছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সংকটাপন্ন অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতা–কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আবদুল আউয়াল মিন্টু তাঁর চলমান গণসংযোগ ও নির্বাচনী সভা–সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

Comments
Comments