[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে।

আজ শুক্রবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার সময় তিনি এই মন্তব্য করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাসসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আজকে বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য।' 

তিনি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ তাৎপর্য ও প্রেরণা নিয়ে বলেন, “বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, যেখানে আমরা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারব, জনগণের ভোটের অধিকার সঠিকভাবে নিশ্চিত করতে পারব এবং বিচারের অধিকার প্রতিষ্ঠা করতে পারব। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। 

 শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া দেশের অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্র পরিচালনার চার বছরে জিয়াউর রহমান দেশে বড় পরিবর্তন আনেন। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে যায়।

দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল নতুন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বক্তব্যই বিএনপির চূড়ান্ত বক্তব্য।

আজ যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন