[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
রেললাইন অবরোধ করায় চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন। সোমবার রাত ১০টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন  

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর এবার রেলপথেও বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। এ কারণে সীতাকুণ্ড স্টেশনে চট্টগ্রামমুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেসসহ দুটি ট্রেন আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক আশরাফ ছিদ্দিক।  তিনি বলেন, 'রেললাইনে অগ্নিসংযোগ ও বিক্ষোভের খবর পেয়ে সীতাকুণ্ড স্টেশনমাস্টার চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেসকে স্টেশনে দাঁড় করান। রাত ১০টার সময়ও ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। রেললাইন নিরাপদ হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ানো হবে।' 

রেলের উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, রাত পৌনে ৯টার দিকে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ভাটিয়ারী স্টেশন এলাকায় রেললাইনের ওপর পুরোনো কাঠের স্লিপার নিয়ে আগুন ধরিয়ে দেন। একই সময়ে তারা রেললাইনের ওপর বিক্ষোভ চালান। তখন চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেসকে থামানো হয়।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি এবার মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। মনোনয়নপ্রত্যাশী ছিলেন আসলাম চৌধুরী।

মনোনয়ন দেওয়ার খবর সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ডে ছড়িয়ে পড়লে তাঁর বিক্ষুব্ধ অনুসারীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের অন্তত ৩০ স্থানে অবরোধ করেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ চালান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত মহাসড়কে এই পরিস্থিতি ছিল, যা ভোগান্তি সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক ও রেললাইন থেকে সরে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন