কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেওয়া হবে: জামায়াতের আমির
![]() |
| ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার বেলা ১২টায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ইসলামি দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস তৈরি হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সতর্ক করে তিনি আরও বলেন, আগের মতো যদি কেউ ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে এর জবাব দেওয়া হবে।
আজ শনিবার দুপুর ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা মাঠে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের আমির।
শফিকুর রহমান বলেন, জুলুম, ফ্যাসিবাদ আর জাতিকে বিভক্ত করার সব প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে। কারও হুমকি-ধমকি গুরুত্ব না দিয়ে ইসলামের পক্ষে সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামি দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে একসঙ্গে ভোটের মাঠে নামতে পারলে দেশে নতুন ইতিহাস তৈরি হবে।
নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে হয় এই প্রতিনিধি সম্মেলন।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন