[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সৈয়দপুরের আকাশে কুয়াশা, ফ্লাইট চলাচলে বিলম্ব

প্রকাশঃ
অ+ অ-
ঘন কুয়াশার কবলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা | ফাইল ছবি 

নীলফামারীর সৈয়দপুরে কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আজ রোববার সকালের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছে। ফলে অনেকে জরুরি কাজে ঢাকা যেতে বিমানবন্দরে অপেক্ষা করছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীতের মৌসুম শুরু হয়েছে। আকাশে কুয়াশা থাকায় এবং তাপমাত্রা কম থাকায় ফ্লাইট চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

মমতা বেগম নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে আজ বেলা ১১টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছানোর কথা ছিলেন। কিন্তু নভোএয়ারে তার সকাল সাড়ে নয়টার ফ্লাইট বিলম্বিত হয়েছে। ইউএস–বাংলা ফ্লাইট ৯টা ২৪ মিনিটে সৈয়দপুরে আধা ঘণ্টা দেরিতে পৌঁছায়। বিমানবন্দর সূত্র জানায়, সব ফ্লাইট প্রায় আধা ঘণ্টা বিলম্বে চলাচল করবে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। আকাশ একটু পরিষ্কার হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন