[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড্ডায় বাড়ি থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনের নিচতলায় একটি কক্ষ থেকে এক যুবক ও এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সাইফুল ইসলাম (২৪) ও শাকিলা আক্তার (২০)। পুলিশ বলছে, তারা প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে।

বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেন, সাইফুল ও শাকিলার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সাইফুল ওই ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন, আর শাকিলা গৃহকর্মীর কাজ করতেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, যে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, তার মালিকের নাম আতিক। কিছু দিন আগে তিনি স্ত্রী মারা যাওয়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বাসায় ফিরে গতকাল পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। খুঁজে বেশ কয়েকটি মৃত ইঁদুর ফেলে দেন। আজ সকালে আবার গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে নিচতলার গুদামে দুইজনের মরদেহ পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশ বলছে, লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত থাকছে কি না, তা বোঝা যাচ্ছে না। মৃত্যু কী কারণে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে তাঁর লাশ পাওয়া যায়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের পকেটে থাকা পরিচয়পত্রে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

পরিচয়পত্র অনুযায়ী, মরদেহের বাড়ি মেরাদিয়া দক্ষিণ খিলগাঁও এলাকায়। তার বাবার নাম সেলিম চৌধুরী।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন