[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশঃ
অ+ অ-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

মির্জা ফখরুল বুধবার এক বিবৃতিতে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এছাড়া গুলিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এরশাদ উল্লাহ গণসংযোগকালে গতকাল বিকেলে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরে দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহসহ অন্যান্যদের ওপর হামলাও এই অপতৎপরতার অংশ।

তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে দুষ্কৃতকারীরা দেশকে বিপন্ন করার চেষ্টা চালাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন