মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে চোরাচালান মামলা, প্রত্যাহারের দাবিতে শিশুশিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন
![]() |
| মানববন্ধনে অংশ নিতে শ্রেণিকক্ষ থেকে শিশুশিক্ষার্থীদের ডেকে আনা হয়। সোমবার দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম-বক্সমাহমুদ প্রধান সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফেনীর পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি তারেক হোসেনের বিরুদ্ধে চোরাচালানের মামলা করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এতে মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের ডেকে এনে দাঁড় করিয়ে রাখায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।
সোমবার দুপুর ১২টা থেকে পরশুরাম-বক্সমাহমুদ প্রধান সড়কের পাশে মাদ্রাসা ভবনের সামনে মানববন্ধনটি শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত। এই সময় চার–পাঁচ বছরের শিশুশিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও চোরাচালান মামলার প্রধান আসামি তারেক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক বলেন, 'শিশুশিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো ঠিক হয়নি। বিষয়টি জানার পর কর্মকর্তাকে পাঠিয়ে মানববন্ধন বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।'
পুলিশ জানায়, ২৬ অক্টোবর ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্যবোঝাই একটি পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। পরে ওই পিকআপ থেকে ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে।
এই মামলার প্রতিবাদে আজ ‘সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে শিশুশিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বেশি। দীর্ঘ সময় ধরে শিশুদের সড়কে দাঁড় করিয়ে রাখায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, সোমবার সকালে একটি ক্লাস শেষে শিক্ষকরা তাঁদের সড়কে দাঁড়াতে বলেন। তবে কেন বা কী কারণে মানববন্ধনে আনা হয়েছে, তা জানে না তারা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, 'আমরা সন্তানদের পাঠিয়েছি পড়াশোনার জন্য, মানববন্ধনে অংশ নিতে নয়। এটা অন্যায়। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটত, আমাদের শিশুদের নিরাপত্তার দায়িত্ব কে নিত?'
মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রশিদ বলেন, 'প্রতিষ্ঠানের সভাপতি ভালো মানুষ। তিনি চোরাচালানে জড়িত নন। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে মানববন্ধন করেছে।” তিনি আরও বলেন, “মাদ্রাসার পরিচালনা কমিটির অনুমতি নিয়েই শিক্ষার্থীদের মানববন্ধনে পাঠানো হয়েছে। এটি আমার একক সিদ্ধান্ত নয়।'
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক হোসেনের বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এর আগে, চোরাচালান পণ্য জব্দের ঘটনায় তারেক হোসেনের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গত ৩০ অক্টোবর পরশুরাম উপজেলা বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করেন। ওই দিন বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, ষড়যন্ত্র করে তারেক হোসেনকে ফাঁসানো হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক।

Comments
Comments