[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিক্ষার্থীরা কুমিল্লা-৬ আসনে আমিন-উর-রশিদের মনোনয়ন চাইলো

প্রকাশঃ
অ+ অ-
মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন

কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ (ইয়াছিন) এর মনোনয়ন দাবিতে আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকেরা। এবার তাঁর পক্ষে মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে ‘জেন-জেড-৩৫০০’ নামের সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে শিক্ষার্থীরা আমিন-উর-রশিদের মনোনয়ন দাবিতে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তৌসিফ আহমেদ, মেহেদী হাসান রবিন, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়ানা বিনতে হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফখরুদ্দিন রাজিব, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রার্থনা নূর মুনিয়া, বাখরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হামজা ও কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী তাশাউফ আমিনসহ অনেকে।

তৌসিফ আহমেদ বলেন, কুমিল্লা-৬ আসনে তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় আমিন-উর-রশিদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে তাঁকে মনোনয়ন দিতে হবে। তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে আমিন-উর-রশিদকে মনোনয়ন দেওয়া প্রয়োজন।

আয়োজকদের দাবি, তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করা, মনোনয়ন পুনর্বিবেচনা করা এবং নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোই এই কর্মসূচি আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, আমিন-উর-রশিদকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নাম প্রকাশ করা হয়।

এর পর থেকেই আমিন-উর-রশিদের অনুসারী বিএনপি নেতা-কর্মীরা আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, আমিন-উর-রশিদ দীর্ঘ প্রায় দুই দশক ধরে কুমিল্লা সদরের বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। আর যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ২০১৮ সালে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন