[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের অনুসারীদের বিক্ষোভ। সোমবার রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালানোর পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা একই ধরনের বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাই এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।

মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এ ছাড়া তিনি আর কোনো মন্তব্য করেননি।

বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি তা না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।’

কুষ্টিয়ার অন্য তিনটি আসনে বিএনপির প্রার্থী হলেন— কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন