[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

প্রকাশঃ
অ+ অ-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বলা হয়, লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আগামী কয়েক দিন ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। তবে আজ হঠাৎ বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আরও জানা যায়, এই কর্মসূচিকে ঘিরে বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতা–কর্মী ঢাকায় এসেছেন।

বৈঠকে ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি। পরে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম উল্লেখ করে তাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। জানানো হয়, এই দুই নেতা বিদেশে বসে আবারও আগের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, আপাতত সেনাবাহিনীর সদস্যদের মাঠে রাখা হবে এবং আরও কিছুদিন তারা দায়িত্বে থাকবেন।

এর আগে গত মঙ্গলবার আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ মূলত আওয়ামী লীগের কর্মসূচি বিবেচনায় রাখা।

এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, কারণ আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।

মাঠে মোতায়েন সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে না। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন