[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার। রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে 'নিষিদ্ধ ঘোষিত' ছাত্রলীগের দুটি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে। রোববার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রশাসন জানিয়েছে। তবে সকালের আগেই শিক্ষার্থীরা এসব ব্যানার খুলে ফেলে।

আজ সকালে দুটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ব্যানারের একটি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে সাঁটানো হয়, আর অন্যটি ছাত্রদের আবাসিক আলাওল হলের প্রধান ফটকে। দুটি ব্যানারেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে লেখা ছিল, ‘প্রচারে–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।

আলাওল হলের আবাসিক শিক্ষার্থী রাফসান আহমেদ বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে আমি ২ নম্বর গেটে খাবার খেতে যাই। তখন কোনো পোস্টার ছিল না। কিন্তু ভোর পাঁচটার দিকে হলে ফিরে দেখি, ফটকে ব্যানার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে, জানি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। পোস্টার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে লাগানো হয়েছে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সাধারণত টহলে থাকেন না। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘এমন ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এজন্য আমরা চাকসু ও হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন