[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দোকানপাট খোলা থাকলেও ক্রেতা কম

প্রকাশঃ
অ+ অ-

ফুটপাতে দোকানপাট খোলা, কিন্তু ক্রেতা নেই। আজ দুপুরে নিউমার্কেট এলাকা থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

ঢাকার নিউমার্কেট রাজধানীর সবচেয়ে ব্যস্ত বাণিজ্যকেন্দ্রগুলোর একটি। সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি ক্রেতার ভিড় থাকে। তবে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে এ এলাকায় ক্রেতার আনাগোনা একেবারেই কম। অলস সময় কাটাতে দেখা গেছে দোকানিদের।

নিউমার্কেটের প্রিয়াঙ্গন শপিং মলের সামনের ফুটপাতে পোশাক বিক্রি করেন নুরুল ইসলাম। সকাল ১০টায় দোকান খুলে দুপুর দেড়টা পর্যন্ত কোনো পণ্য বিক্রি করতে পারেননি তিনি। নুরুল ইসলাম বলেন, ‘গতকাল এই সময়ে তিন হাজার টাকার মাল বিক্রি করেছি। আজ এখন পর্যন্ত কোনো বিক্রি হয়নি। আমরা রাজনীতি করি না, কিন্তু ক্ষতিটা আমাদেরই হয়।’ তিনি আরও বলেন, অস্থিরতা দেখা দিলে তাঁদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়।

পাশের দোকানের বিক্রেতা মো. রুবেল মিয়া ভয়ে ভয়ে সকাল ১১টায় দোকান খুলেছেন। দুপুর দুইটা পর্যন্ত তাঁর কোনো বিক্রি হয়নি। গতকাল একই সময়ে তিনি এক হাজার টাকার জামাকাপড় বিক্রি করেছিলেন। রুবেল মিয়া বলেন, ‘অন্যরা দোকান খুলেছে, তাই ভয় থাকলেও তাদের দেখে আমিও দোকান খুলেছি।’ বিকেলে ক্রেতা বাড়বে বলে আশা করছেন তিনি। তবে অন্য বিক্রেতাদের আশঙ্কা, রাতে কোথাও আগুন লাগলে বা হামলার খবর এলে মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়বে, ফলে বিক্রি কমে যাবে।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, চাঁদনী চক, নুরজাহান এবং গাউসুল আজম সুপার মার্কেটের সব দোকান খোলা আছে। তবে ক্রেতার সংখ্যা কম থাকায় বেচাবিক্রি তেমন হচ্ছে না। রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। তবে সব সড়কে রিকশা চলছে।

এ ছাড়া ধানমন্ডি, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকার দোকানপাটও খোলা ছিল। ধানমন্ডির সীমান্ত স্কয়ারে গিয়ে দেখা যায়, দোকানগুলো খোলা এবং সামনে নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন। তবে ভেতরে ক্রেতা নেই বললেই চলে। একই অবস্থা অরচার্ড পয়েন্ট এবং সিটি কলেজের পাশের হ্যাপি অর্কিড শপিং মলেও। এদিকে ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় আশপাশের ছোট খাবারের দোকানগুলোও বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির কারণে বেশির ভাগ দোকান বন্ধ ছিল। টাউন হল মার্কেটের বাইরে খাতার দোকানগুলো খোলা থাকলেও ভেতরের দোকানগুলো বন্ধ দেখা গেছে। পাশের শহীদ পার্ক মার্কেটের রংপুর সাইন নামের একটি দোকানের বিক্রেতা জানান, সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে।

এর আগে আজ ঢাকাসহ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা রাখার ঘোষণা দিয়েছিলেন দোকান মালিকেরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন