[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখেন তাঁর অনুসারীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার প্রধান সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে শিবচর উপজেলা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর সমর্থকেরা শিবচরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না বদলানো হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাসহ দলীয় কর্মী-সমর্থকেরা।

গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ছিল কামাল জামান মোল্লার।

তবে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওই আসন থেকে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় টায়ার জ্বালিয়ে মনোনয়নের বিরোধিতা করেন এবং দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের ঘোষণা দেন। 

অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তাঁর অনুসারীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার প্রধান সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিক্ষোভ কর্মসূচিতে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আজমল হোসেন বলেন, ‘কামাল জামানের মনোনয়ন বহাল রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছি। শিবচরে তিনিই একমাত্র বিএনপির প্রার্থী হওয়ার যোগ্য। তাঁর পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা কখনোই মেনে নেব না। প্রয়োজনে কঠিন আন্দোলনে যাব, এক্সপ্রেসওয়ে অবরোধ করে শিবচর অচল করে দেব।’

মনোনয়ন স্থগিতের বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, ‘শিবচরের ৮০ ভাগ মানুষ আমাকে পছন্দ করেন। আওয়ামী লীগের একটি অংশ, যারা বিএনপি করেও সাবেক এমপি লিটন চৌধুরীর টাকায় চলে, তারাই আমার ভাবমূর্তি নষ্ট করতে এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছে। আজ যারা আমার পক্ষে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন, সেটা আমার নির্দেশে নয়। তৃণমূলের নেতা–কর্মী ও সাধারণ মানুষ নিজেরাই আমার পক্ষে মাঠে নেমেছেন।’

সম্প্রতি শারদীয় দুর্গাপূজার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কামাল জামান মোল্লা ‘জয় বাংলা’ বলেছিলেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি তাঁর বিএনপির মনোনয়ন পাওয়ার পরই ভাইরাল হয়, তবে ফুটেজটির স্থান বা সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, ‘আমি জীবনে আওয়ামী লীগ করিনি। ১৭ বছর ধরে বিএনপির আন্দোলনে রাজপথে আছি—তাহলে কেন আমি “জয় বাংলা” বলব? ভিডিওটা সম্পাদনা করে একটি কুচক্রী মহল প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাকে হেয় করার জন্যই এটি রাজনৈতিক ষড়যন্ত্র।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন