[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাতকানিয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা করল ছেলে

প্রকাশঃ
অ+ অ-

 

গ্রেপ্তার রিয়াদ হোসেন | ছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম আহমদ হোসেন (৫২)। তিনি নয়াপাড়া এলাকার বাসিন্দা। হত্যায় অভিযুক্ত তাঁর ছেলে রিয়াদ হোসেন (২২)। ঘটনার পর রিয়াদ পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীতে পালানোর সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে আহমদ হোসেন ও তাঁর ছেলে রিয়াদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে বাবার গলায় আঘাত করে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা আহমদ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর গলার ডান পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন