[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশঃ
অ+ অ-
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ছয়জন নিহত হন। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টায় এ প্রতিবেদনের সময় পর্যন্ত পুলিশ নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কবিরহাট হাটবাজার পার হয়ে আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, 'দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন, এর মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তবে নিহতদের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন