[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে গোসল করানোর সময় ‘নড়ে উঠলো’ লাশ

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি 

পাবনার ঈশ্বরদীতে সুফিয়া বেগম নামের এক নারীর মৃত্যু ও পরে ‘লাশ নড়েচড়ে ওঠা’ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোসল করানোর সময় তিনি নড়েছেন এবং শ্বাস নিয়েছেন-এমন দাবি ওঠায় স্বজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন, তিনি আগেই মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি উপজেলা সদরের ৭ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় ঘটে। সুফিয়া বেগম ওই এলাকার মুরগি ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি জানান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুফিয়া বেগমের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুসনদ দিয়ে তাঁর লাশ আমবাগানে পাঠায়। দাফনের জন্য কবরও খোঁড়া হয়। গোসল করানোর সময় তিনি নড়েছেন এমন কথা ছড়িয়ে পড়লে পরিবার দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘সকালে লাশ নামিয়ে দিয়ে দোকানে এসেছিলাম। পরে বাজারে শুনলাম, নাকি তিনি জীবিত—হাসপাতালে নেওয়া হয়েছে। ব্যাপারটা আমার কাছে অবাক লাগলেও বাজারে অনেকে এ নিয়ে আলোচনা করছিল।’

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি বলেন, ‘দাফনের প্রস্তুতি চলছিল। এমন সময় কেউ কেউ বলল, তিনি বেঁচে আছেন। তাই আমরা তাঁকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিব বলেন, ‘সুফিয়া বেগম বেঁচে ছিলেন না। প্রায় কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান  বলেন, ‘এ ধরনের ঘটনা বিরল নয়। মৃত্যু হওয়ার পরও দেহের পেশিতে জমে থাকা স্নায়বিক উত্তেজনা বা রাসায়নিক পরিবর্তনের কারণে কখনো কখনো হালকা নড়াচড়া দেখা দিতে পারে। এতে কেউ জীবিত হয়ে ওঠেন না।’

তিনি আরও বলেন, ‘মৃতদেহ গোসল করানোর সময় পানি পড়া, পেশিতে চাপ লাগা বা ভেতরের জমে থাকা বাতাস বের হওয়ার ফলে নড়াচড়ার মতো অনুভূতি হতে পারে। কখনো বুক বা পেট সামান্য উঠানামা করলেও অনেকেই এটিকে শ্বাস নেওয়া ধরে নেন।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন