খালেদা জিয়াকে ঘিরে দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
![]() |
| বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে |
খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছেন বলে বিএনপি জানিয়েছে। তাঁর প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য খালেদা জিয়ার পরিবার, বিশেষ করে তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় পৌঁছামাত্র তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি দেশে ফিরতে পারবেন—এমন আশা তাঁদের পরিবারের।
বিএনপি আরও জানায়, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টা তাঁর সুস্থতার জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ–বিদেশের চিকিৎসক দলও তাঁর সেবায় নিয়োজিত রয়েছে।
খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারেক রহমান মন থেকে সারাক্ষণ মায়ের পাশে আছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণেও তাঁর সরাসরি অংশগ্রহণ রয়েছে।

Comments
Comments