[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিলামে তিনটি প্রশিক্ষিত কুকুর বিক্রি করলো সিটিটিসি

প্রকাশঃ
অ+ অ-
কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি বিক্রি হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘কে-নাইন’ দলের তিনটি কুকুর বিক্রি করা হয়েছে। কোরি, স্যাম ও ফিন নামের কুকুরগুলো উন্মুক্ত নিলামে ছয় লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এর মধ্যে এক কুকুরের দামই সাড়ে পাঁচ লাখ টাকার বেশি পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের পুলিশ লাইনসে থাকা ‘কে-নাইন’ দলের সদর দপ্তরে এই নিলাম হয়।

পুলিশের কে-নাইন স্কোয়াডের পরিদর্শক ফখরুল আলম বলেন, আজ দুপুরে কুকুর বিক্রির নিলাম হয়। শুরুতে নিলামে অংশ নিতে প্রত্যেকে এক হাজার টাকা করে জমা দেন। তিনটি কুকুরের মধ্যে যুক্তরাজ্যের ল্যাব্রাডর জাতের কোরি ও ফিন এবং জার্মান শেফার্ড জাতের স্যাম ছিল।

ফখরুল আলম জানান, কোরি নামের কুকুরটি সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এক ব্যক্তি কুকুরটি কিনেছেন। অন্য দুটি কুকুরের মধ্যে স্যাম ৪০ হাজার এবং ফিন ৩০ হাজার টাকায় আরেক ব্যক্তি ক্রয় করেন।

এই কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার শুধু নিলাম হয়েছে। আগামী বৃহস্পতিবার ক্রেতাদের কাছে কুকুরগুলো হস্তান্তর করা হবে। এর মধ্যে তাঁরা দাম পরিশোধ করবেন। তাঁর ভাষায়, কুকুরগুলোর বয়স গড়ে আট বছর আট মাসের কাছাকাছি।

সিটিটিসি সূত্র জানায়, তিনটি কুকুরেরই বিশেষ প্রশিক্ষণ রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিস্ফোরক ও বিপজ্জনক বস্তু শনাক্তের কাজে তারা নিয়োজিত ছিল। যুক্তরাজ্য থেকে আনা এই তিন কুকুরের বিশেষায়িত ইউনিটে কাজের সময় শেষ হয়েছে। তিনটির মধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর, কোরি স্ত্রী ল্যাব্রাডর এবং স্যাম পুরুষ জার্মান শেফার্ড।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন