যুক্তরাজ্যে ভিসা জালিয়াতির শাস্তি ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা
| ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক | ছবি: সংগৃহীত |
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি করেন বা অবৈধ পথ ব্যবহার করেন, তবে তাঁকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য সরকার।
আজ মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য এমন পদক্ষেপ নেবে।
বার্তায় সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন নষ্ট করে। এ ধরনের কাজ পরিবারগুলোকেও ভেঙে দেয়। অপরাধীরা মানুষের ভালো জীবনের আশা ব্যবহার করে তাঁদের অর্থ চুরি করে এবং গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।
ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার জানান, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক পথে করা বৈধ ভিসা আবেদনকে তাঁদের দেশ স্বাগত জানায়। তবে যাঁরা জালিয়াতির চেষ্টা করেন, তাঁদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
অপরাধী ও প্রতারকদের কার্যকলাপে প্রতিবছর লাখ লাখ পাউন্ড ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসহায় মানুষ শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি সমস্যার ঝুঁকিতে পড়েন।
বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন–সুবিধা দেওয়ার প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারণা করতে আরও জটিল কৌশল ব্যবহার করছে। প্রায়ই বাড়তি টাকার বিনিময়ে নিশ্চিত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি কিংবা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয় ভুক্তভোগীদের।
বাস্তবতা হলো, এসব প্রতিশ্রুতি পূরণের বদলে মানুষকে আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণের মুখে পড়তে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন