[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সমুদ্র পরিবহনে অংশীদারত্বের প্রস্তাব পাকিস্তানের

প্রকাশঃ
অ+ অ-
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে গতকাল সোমবার লন্ডনে বৈঠক করেন পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী | ছবি: পাকিস্তানের তথ্য বিভাগের সৌজন্যে

সমুদ্র পরিবহনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সঙ্গে পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে অংশীদারত্ব গঠনের আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

গতকাল সোমবার যুক্তরাজ্যের লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব দেন বলে পাকিস্তানের দৈনিক দ্য ডন জানিয়েছে।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ৩৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সাখাওয়াত হোসেন এখন লন্ডনে রয়েছেন। সেখানেই পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে যে প্রস্তাব দিয়েছে, তাতে সমন্বিত অংশীদারত্বের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এই অংশীদারত্বে পণ্য পরিবহনে যৌথভাবে কনটেইনার ও বাল্ক শিপিং সেবা, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, পারস্পরিক বন্দর-কল সুবিধা এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদারের বিষয়গুলো উল্লেখ আছে।

পাকিস্তানের মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার আইএমও এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)–এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পরিবহন–সম্পর্কিত বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কাঠামো তৈরির বৃহত্তর লক্ষ্য তুলে ধরেন।

জুনাইদ আনোয়ার জানান, আঞ্চলিক বাণিজ্য প্রবাহ জোরদার করার প্রস্তুতির প্রমাণ হিসেবে করাচি বন্দর কর্তৃপক্ষের (কেপিটি) ক্রমবর্ধমান সক্ষমতা, চলমান আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময় রয়েছে। তাঁর ভাষায়, বন্দর থেকে বন্দরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ–সংক্রান্ত চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন