[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে রেলপথে গাছ ফেলে নাশকতার চেষ্টা

প্রকাশঃ
অ+ অ-

ফেনীতে রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা | ছবি: রেলওয়ের কর্মীদের সৌজন্যে

ফেনীতে রাতের অন্ধকারে গাছ কেটে রেলপথে ফেলে দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা চালায়। গতকাল বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোরে রেলওয়ের টহলদলের সদস্যরা গাছ দেখতে পেয়ে দ্রুত সরিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, জানিয়েছেন রেল পুলিশ।

রেলওয়ে সূত্র জানায়, ‘নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের’ ডাকা কর্মসূচিতে নাশকতা রোধে বুধবার রাতভর টহল দেয় রেলপুলিশ ও রেল বিভাগের কর্মচারীরা। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত রেললাইনসংলগ্ন কয়েকটি গাছ কেটে রেলপথের ওপর ফেলে দেয়। আজ ভোরে রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদল মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে। পরে দ্রুত সেগুলো সরিয়ে নেন টহলদলের সদস্যরা। ওই সময়ের মধ্যে ট্রেন চলাচল না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্বৃত্তরা রেলপথের পাশে থাকা গাছ কেটে লাইনের ওপর ফেলে নাশকতার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ দুপুর পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিঘ্নিত হয়নি।

এর আগে, ৮ নভেম্বর ভোরে ফেনী পৌর এলাকার দক্ষিণ সহদেবপুর অংশে রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। দ্রুত লাইনগুলো মেরামত করা হলেও এতে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে বুধবার মধ্যরাতে শহরের বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ৭ যুবককে আটক করেছে।

রেললাইনের ওপর পড়ে থাকা গাছ দ্রুত সরিয়ে নেন রেলওয়ের টহল দলের সদস্যরা। এতে দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ | ছবি: রেলওয়ের কর্মীদের সৌজন্যে

আটক যুবকদের নাম হলো দাগনভূঞার মোমারিজপুর এলাকার মজিবুর রহমান (২০), একই উপজেলার শান্ত (১৯), রিয়াতি (২১), ইমন (১৯), নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার জিহাদ (২১) এবং উপজেলার আরিফ (২৫)।

ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান ৭ জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ঝটিকা মিছিলের পর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক যুবকদের বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে, গতকাল রাতে ফেনী সদরে বাসে আগুন দেওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফায়ার সার্ভিস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন