[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কেরানীগঞ্জে 'চোর সন্দেহে' যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
পিটুনিতে নিহত রাজ্জাক শেখ | ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যা। আজ বুধবার ভোরে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রাজ্জাকের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়নের মধুরচর গ্রামে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক বলেন, ঘটনার পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ ঢালীকান্দির এক বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে রাজ্জাক চুরির উদ্দেশ্যে হবি নামের এক ব্যক্তির বাড়িতে ঢোকেন। তিনি হবির স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন বাড়ির লোকজন রাজ্জাককে ধরে ফেলেন। চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে রাজ্জাককে পিটুনি দেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

রাজ্জাকের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে কোনো অপকর্মে জড়িত ছিল না। চুরির অপবাদ দিয়ে স্থানীয় আল–আমিনসহ কয়েকজন তাকে ধরে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত আল–আমিনের পরিবার। তাঁর বোন হালিমা বেগম বলেন, ‘কে বা কারা রাজ্জাককে হত্যা করেছে, আমরা জানি না। শত্রুতার কারণে তাকে (আল–আমিন) জড়ানো হয়েছে। সকালে কৌতূহলবশত ঘটনাস্থলে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়।’

আল–আমিনের চাচি পারুল বেগম দাবি করেন, নিহত রাজ্জাক পেশাদার চোর। গ্রামবাসীর হাতে ধরা পড়ে পিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন