চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
![]() |
| চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়ক এলাকায় মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সকালে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল পৌনে সাতটায় এই মিছিল হয় জানায় পুলিশ।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, নগরের চট্টেশ্বরী সড়কের বার্জার পেইন্টসের শোরুমের সামনে থেকে মিছিল বের হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল হয়। এতে ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি সার্সন রোডের দিকে চলে যায়। মিছিল চলাকালে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
জানতে চাইলে নগরের চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, চকবাজার-কোতোয়ালি থানার সীমান্তে মিছিলটি হয়েছে। তবে মিছিলটি কোতোয়ালি থানার অংশ থেকে শুরু হয়েছে। চকবাজার থানায় হয়নি।
অন্যদিকে, কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, মিছিলটি চকবাজারের দিকে চলে গেছে। এটি কোতোয়ালি থানার সীমানার মধ্যে হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন