[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আ.লীগ নেতাকে মামলায় ফাঁসানোর কল রেকর্ড ফাঁস, এনসিপি নেতাকে অব্যাহতি

প্রকাশঃ
অ+ অ-
এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া আজিজুর রহমান | ছবি: তাঁর ফেসবুক আইডি থেকে নেওয়া

‘মামলা–বাণিজ্যের কল রেকর্ড’ প্রকাশের পর সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। পাশাপাশি তিন কার্যদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।

অব্যাহতি পাওয়া নেতার নাম আজিজুর রহমান। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আপনার (আজিজুর) বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। আপনার আচরণ আমাদের সংগঠনের নীতির বিরুদ্ধে বলে মনে হয়েছে। আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।' 

জানতে চাইলে আজিজুর রহমান বলেন, 'একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে জানাই। কেন্দ্রীয় কমিটি আমাকে চার দিনের জন্য শোকজ করেছে। এ সময় আমি আমার বক্তব্য কমিটিকে জানাই। কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। আমি কোনো অপরাধে জড়িত নই।' 

সম্প্রতি ফেসবুকে আজিজুর রহমানের মুঠোফোনের কথোপকথন ভাইরাল হয়েছে। এতে ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে তাঁর নিকটাত্মীয় মোহাম্মদ মমিনের সঙ্গে কথোপকথন ছিল। কথোপকথনের একপর্যায়ে আজিজুর বলেন, 'ও চাইলে আমাকে ১ কোটি টাকা, ২ কোটিও দিতে পারে, ৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়?' কথোপকথন প্রকাশের পর জেলাজুড়ে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন