আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা মোতায়ন চেয়ে সুপ্রিম কোর্টের অনুরোধ
![]() |
| আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ফাইল ছবি |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়াতে সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে রোববার সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নিরাপত্তা জোরদারের জন্য ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি দেওয়া হয়েছে সেনা সদরে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ঠিক করা আছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

Comments
Comments