[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেট বোর্ডে ১৯ বছরে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ কমেছে

প্রকাশঃ
অ+ অ-
খুলনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড | ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেট বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছেন ১,৬০২ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ক্রমেই বেড়েছে। ওই বছর পাসের হার ছিল ৬৫.৪৫ শতাংশ। এবারই প্রথম পাসের হার ৬০ শতাংশের নিচে নেমেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী। ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে, সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। এবারের পরীক্ষায় ৪১,৪০৮ জন ছাত্রী অংশ নিয়েছেন, যার মধ্যে ২২,০১ জন পাস করেছেন। পাসের হার ৫৩.১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২১ জন ছাত্রী।

অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৪৯.৯৬ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৭,৭৬৪ জন ছাত্র। এর মধ্যে ১৩,৮৭০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮১ জন।

বিভাগভিত্তিক হিসেবে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১,৩৭৯ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৫.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৫০.১৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন শিক্ষার্থী। এ ছাড়া, সিলেট বোর্ডের অধীনে চারটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় ৬৯,১৭২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৩৫,৮৭১ জন পাস করেছেন; জিপিএ-৫ পেয়েছেন ১,৬০২ জন। তিনি বলেন, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত করোনা মহামারি, বন্যা পরিস্থিতি এবং ছাত্র আন্দোলনের কারণে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা ও ইংরেজি বিষয়ে অকৃতকার্যের হার বৃদ্ধির কারণে ফলাফলে প্রভাব পড়েছে। এছাড়া কলেজ শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি কম হওয়াও পাসের হার কম হওয়ার অন্যতম কারণ।

আনোয়ার হোসেন চৌধুরী আরও বলেন, সিলেট বোর্ডের পাসের হার বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিভাগভিত্তিক যোগ্য শিক্ষক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন