[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাউদকান্দিতে মৎস্য প্রকল্পে ডাকাতি, ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশঃ
অ+ অ-

ডাকাতি | প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর প্লাবনভূমির মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে ডাকাত দল হানা দিয়েছে। এ সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

আহত আমির হোসেন (৪৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আবদুল আউয়ালের ছেলে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ডাকাতরা হামলা চালিয়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মৎস্য প্রকল্পের ইজারাদার নুরু মিয়া জানান, সোমবার রাতে প্রকল্পে মাছ ধরার কার্যক্রম চলছিল। কার্যালয়ে আসা ২০ জনের বেশি পাইকার নগদ টাকায় মাছ কিনে নিয়ে যান। বকেয়া টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার দেনদেন হয়। কিছু টাকা রাতেই পাওনাদারদের দেওয়া হয়।

দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশ পরে অস্ত্র নিয়ে পিকআপ ভ্যানে এসে কার্যালয়ে হামলা চালায়। ওই সময় কার্যালয়ে ৩০ জনের বেশি মৎস্যচাষি, ব্যবসায়ী ও শ্রমিক উপস্থিত ছিলেন। ডাকাতরা তাদের মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে আমির হোসেনকে গুলি করা হয়।

আহত আমির হোসেনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক নয়ন দে প্রথম আলোকে বলেন, বাঁ ঊরুসহ একাধিক স্থানে গুলি লেগেছে। বর্তমানে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ আমির হোসেনের ভাই বাদশা মিয়া জানান, ডাকাত দল শর্টগান দিয়ে গুলি করেছে। তার ভাইয়ের বাঁ ঊরুতে একাধিক গুলি লাগে।

দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েত চৌধুরী বলেন, সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। মৎস্য প্রকল্পকে কেন্দ্র করে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতি ও গুলিবিদ্ধের ঘটনায় এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন