[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গান বন্ধের ঘটনায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের নাম

প্রকাশঃ
অ+ অ-

মামলা | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে গান বন্ধ করার ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ ১৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ এই তথ্য জানিয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত একটার দিকে উল্লাপাড়া পৌরসভার ভবানী মন্দিরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চ স্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। পুলিশ গান বন্ধ করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে গালিগালাজ শুরু করেন এবং আক্রমণাত্মক আচরণ দেখান। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালানো হয়, এতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সাগর আহমেদ আহত হন।

মামলায় আসামি করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, মো. হাফিজসহ আরও ১৫ জনকে।

ঘটনার সময় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ওমর ফারুক, দায়িত্বরত পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন। পরে সার্কেল কর্মকর্তা ও থানার  ওসি ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, 'এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অভিযান চলছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন