[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

প্রকাশঃ
অ+ অ-
মারিয়া কোরিনা মাচাদো | ছবি: নোবেল প্রাইজ ডটঅর্গ

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়—এই বার্তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য সংগঠনটিকে পুরস্কার দেওয়া হয়েছিল।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন