[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কক্সবাজারে ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

প্রকাশঃ
অ+ অ-

কক্সবাজারে গুলিবিদ্ধ বিএনপি নেতা লিয়াকত আলী  | ছবি: দলীয় এক নেতার কাছ থেকে পাওয়া

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে ইউনিয়নের লিংকরোডের বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের ভাষ্যমতে, দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে লিয়াকতের ঘরে ঢোকে। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর দাবি করেছেন, 'লিয়াকত আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি বলেন, লিয়াকত লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। এ কারণেই স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়।' 

ঘটনার পর শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। লিয়াকতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাইফুল্লাহ নুর।

বিএনপি নেতা লিয়াকত আলী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান। তিনি বলেন, 'লিয়াকত ও আবদুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুজনই একে অপরের বিরুদ্ধে মামলার আসামি। খালেকের স্ত্রী খুনের ঘটনার পর থেকে এ বিরোধ আরও বেড়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই গুলির পেছনে অন্য কোনো কারণ আছে কি না। ঘটনার পরপরই পুলিশ বিসিক এলাকায় অভিযান চালালেও রাত ১১টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি, মামলা হয়নি।' 

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীন জানান, 'দুর্বৃত্তরা শুধু লিয়াকতকে গুলি করেনি, তাঁর ঘরের এক নিরাপত্তাকর্মীর পায়ের রগ কেটে দিয়েছে। তাঁকেও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।' 

গুলির ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে লিংকরোড এলাকায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন