[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করব: সেফ এক্সিট প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া

সম্প্রতি কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিট’ চাইছেন-এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাঁর ছেলেমেয়েরা সবাই দেশে আছেন। তিনি একা সেফ এক্সিট নিয়ে কী করবেন।

আজ রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘কে কী চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলেমেয়ে সবাই দেশে। আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব।’

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারব।’

নির্বাচনের সময় কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। বলেন, ‘সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র তো বাইরে থাকে। এ জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর বাহিনী লাগত না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেত। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখে বিচার করার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনে যেটা আছে, সেটাই করা হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন